সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার বেড়ামোহনা হাওরের ছাপতা বিল এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ থাকা জোসনা বেগমের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বেড়ামোহনা হাওরের শ্রীহাইল গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত জোসনা উপজেলার শাল্লা সদর ইউনিয়নের দামপুর গ্রামের কবি মিয়ার স্ত্রী।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান জানান, বিকেলে শ্রীহাইল গ্রামের পাশে বেড়ামোহনা হাওরে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এরআগে রোববার হবিগঞ্জের আজমিরিগঞ্জ বাজার থেকে ইঞ্জিনচালিত ডিঙি নৌকায় করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামের যাওয়ার পথে ছাপতা বিল এলাকায় বিকেলে ঝড়ের কবলে পুড়ে ডুবে যায় নৌকাটি। এতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। নিখোঁজ হন জোসনা বেগম নামে ওই নারী।