সুলতান মনসুর থেকে জাকির : আনন্দে ভাসছে মৌলভীবাজার

Jakir_Chhatroleageসুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার দহপাড়ার সন্তান জাকির হোসেন সিলেট বিভাগের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। এ সংবাদ মৌলভীবাজারে প্রচার হওয়ার সাথে সাথে তার নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগসহ এলাকাবাসী।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, আশির দশকের শেষ দিকে মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সুলতান মোহাম্মদ মনসুর সিলেট বিভাগের মধ্যে প্রথম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। এরপর এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের শীর্ষ পদে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের মধ্যে জাকিরই প্রথম সাধারণ সম্পাদক হলেন। এ দুই জনের আগে বা পরে সিলেট বিভাগের ৪টি জেলা থেকে কেউ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।
জাকির হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন দলের হুইপ শাহাব উদ্দিন আহমদ এম,পি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম,পি, মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউর রহমান সুমন, সজীব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত প্রমুখ।
এদিকে এ খবর শোনার পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের নব নির্বচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও মৌলভীবাজারের সন্তান নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে শহরে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজারের আওয়ামী রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ম্যানেজার ষ্টলের সামনে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।