রাজন হত্যাকান্ড: আয়াজ আলী নামে আরও একজন গ্রেফতার : ৩দিনের রিমান্ড
সুরমা টাইমস ডেস্কঃ শহরতলীর কুমারগাঁওয়ে শিশু রাজন হত্যা মামলায় আরেক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম আয়াজ আলী(৪০)। তার বাড়ি শেখ পাড়া গ্রামে। ডিবি ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১টায় তাকে আটক করে। এ নিয়ে রাজন হত্যা মামলায় মোট ১৩ আসামীকে গ্রেফতার করা হলো।
পুলিশের একটি সূত্র জানায়, রাজনকে পেটানোর ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আয়াজ। রাজন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আয়াজ আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম তার রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার সাতদিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।