বালাগঞ্জে জাপা’র ঈদ পুনর্মিলনী অনুষ্টানে বক্তরা
পাটির অতীত ইতিহাস পুনরুদ্ধারে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মুল্যায়নের বিকল্প নেই
বালাগঞ্জ প্রনিধিঃ বালাগঞ্জে জাপা’র ঈদ পুনর্মিলনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের শাহ বদর নগরে ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা জাপা’র সাবেক আহবায়ক মো. আব্দুর রহিম।
উপজেলা জাপা নেতা মো. আনর মিয়ার পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা জাপা’র নেতা গনেশ দাস, শাহনুর মিয়া, আব্দুল বাতির, শাহ জাহান মিয়া, পংকি মিয়া, মকবুল মিয়া, মো. গনি মিয়া, মো. রফিক মিয়া, কাওসার আহমদ, আকাশ আহমদ, রিপন আহমদ, আবুল মিয়া, আব্দুল করিম, বাতির মিয়া, তোয়াহিদ আলী, আইয়ুব নুর, মোস্তফা মিয়া, হেলাল মিয়া, কাজি আহমদ, মাসুক মিয়া, জুয়েল আহমদ, প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, এক সময়ে জাতীয়পাটির দূর্গ হিসেবে পরিচিত এ বালাগঞ্জ উপজেলার অতীত ইতিহাস পুনরুদ্ধার করতে হলে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মুল্যায়নের বিকল্প নেই। বিভিন্ন কারণে বর্তমানে তৃর্ণমূল নেতাকর্মিদের সঠিক মুল্যায়ণ করা হচ্ছেনা। বর্তমানে কথিপয় সুবিধাবাদী নেতাদের ইন্ধনে পাটির মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। পাটিতে এখন সুবিধাবাদীরা ভর করেছে। এ অবস্থার উত্তোলন এবং পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে পাটির স্বার্থে জেলা শাখাসহ সংশিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন। পরে সদ্য প্রয়াত বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. খুরশিদ আলীর আতœার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।