নির্বাচনের বিল নিয়ে আনসার-পুলিশ সংঘর্ষ

police vs ansarসুরমা টাইমস ডেস্কঃ সিটি নির্বাচনের দায়িত্ব পালনের বিল নিয়ে মিরপুরে আনসার সদস্য ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে আনসাররা রাস্তা অবরোধ করেন। তবে পরে তাদের মধ্যে টাকা বিতরণ শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রায় দেড় হাজার আসনার সদস্য তাদের পাওনা টাকা নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
জানা যায়, প্রত্যেকের পাওনা ১৬৫০ টাকা দেয়ার কথা আনসারদের ফোন করে জানানো হয়। সে অনুযায়ী সকাল থেকেই তারা আনসার ক্যাম্পে জড়ো হন। কিন্তু সন্ধ্যার পরও টাকা না দেয়ায় পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে হাতহাতি ও সংঘর্ষের জড়িয়ে পড়েন তারা। এসময় তিন জন আহত হন।
পরে আনসার সদস্যরা দারুস সালাম সড়ক অবরোধ করেন। এসময় রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তবে রাত ৮টার দিকে তাদের টাকা বিতরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন। ১০টার পরে টাকা বিতরণ শুর করা হয়েছে বলে জানা গেছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংঘর্ষ ও সড়ক অবরোধের কথা স্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘তেমন কোনো ঝামেলা হয়নি। একটু হাতাহাতি হয়েছে। এখন টাকা বিতরণ করা হচ্ছে।’