সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগর ছিল এবং আজীবন থাকবেই : জেলা প্রশাসক জয়নাল আবেদীন
নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ জয়নাল আবেদীন বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রতির নগর ছিল এবং আজীবন থাকবেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের প্রধান পরিচয়। সিলেট পূর্ণ ভূমি হিসাবে সিলেটের মানুষ বেশ ভালভাবেই বসবাস করে আসছেন। সিলেটের সু-দক্ষ জনসম্পদ ও অর্থনীতি সারা বাংলাদেশকে চালিয়ে নিচ্ছে আলোর পথে। তিনি বলেন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সার্বজনীন আনন্দমুখর উৎসবে পরিণত হয়েছে। এই বর্ণাঢ্য রথযাত্রা মহোৎসবে সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতিগোষ্টির, বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে থাকেন। এই স্বত:স্ফূর্ত অংশ নেওয়াটাই আমাদের দেশের মানুষের জন্য শান্তি সমৃদ্ধি ও মঙ্গলময়তা বয়ে আনছে। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গতকাল বিকেলে এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন বর্তমান মহাজোট সরকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃতসংঘ ইস্কনকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইস্কন সিলেট-এর অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী (নাদেল), বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক ড. মিরশাহ আলম, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী নির্ভয় হরিদাস, শ্রীবুদ্ধিগৌর দাস, দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী প্রমুখ। আলোচনা সভায় সাগত বক্তব্য রাখেন সিদ্ধমাধব দাস। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত দাস। প্রেস বিজ্ঞপ্তি।