ঈদের জামা পরা হলোনা জলিকার
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ঈদের আগের দিন বাজার থেকে পছন্দের পাখি ড্রেস কিনে বাড়ি যাওয়া হলো না ১১ বছরের কিশোরী জলিকার। জানা যায়, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোক গ্রামের ফরতাব উদ্দিনের কিশোরী মেয়ে জলিকাসহ তিন সন্তানকে নিয়ে স্থানীয় পাথারীয়া বাজারে যান ঈদের কাপড় কিনতে, কাপড় নিকা শেষ হলে সন্তানদের নৌকায় রেখে বাজারে যান প্রযোজনীয় জিনিসপত্র কিনতে
এরই মধ্যে অসাবধানতা বসত নৌকা থেকে নদীতে পরে যায় জলিকা, ডাঙ্গায় থাকা জলিকার চাচা পানিতে কিছু পড়ার শব্দ শুনে নৌকায় গিয়ে দেখেন তার ভাতিজি নদীতে পরে গেছে, তিনি সাথে সাথে নদীতে ঝাপ দিয়ে অনেক খোজা খুজি করেও পাননি জলিকাকে। ঘটনার দু’দিন পর ঈদের পর দিন রোববার দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সেজু মিয়ার ইটভাটর সামনে নদীতে ভেসে উটে জলিকার লাশ।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন বলেন, আমাদের কাছে লিখিত বা ফোনেও কেউ অভিযোগ করেনি।