চুনারুঘাটে ১নং গাজীপুর ইউপিতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের উপর উঠান বৈঠক

07032015060এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি। চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকির পার গ্রামে বাপ্পী স্যানেটারীর উদ্যোগে এইচপি (আশার) সহযোগীতায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের উপর গত রবিবার ৪ ঘটিকায় উঠান বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা প্রধান করা হয়। এবং অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারে ক্ষতি সম্পর্কে মানুষকে ধারনা প্রধান করা হয়। বাপ্পী স্যানেটারীর প্রোপাইটার মো: দিদার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন আশা কমপ্লেক্সের সিনিয়র ট্রেনিং অফিসার মিজানুর রহমান ও শংকর দা। পিল্ড অফিসার কামরুল হাসান শামীম, মোতাব্বির, ২নং ইউপি আশার ম্যানেজার হাফিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য যে, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এখন ১নং গাজীপুর ইউপি ও ২নং আহম্মদাবাদ ইউপিতে বিশাল প্রচার ও প্রসার চরিয়েছে।