রাজন হত্যাঃ কামরুলের নামে ইন্টাপোলের ‘রেড নোটিস’
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের বাদেআলী গ্রামের শিশু রাজন হত্যার অন্য সব আসামিকে গ্রেপ্তারের পর সৌদি আরব থেকে কামরুল ইসলামকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই মধ্যে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোলের ‘রেড নোটিস’ তোলা হয়েছে। তার বিষয়ে যাবতীয় তথ্য অনুবাদ করে দুই-একদিনের মধ্যে রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হবে।
‘রেড নোটিসের’ পর এনসিবি কামরুলের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে জানিয়েছে বলে ঢাকায় এনসিবির সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, রিয়াদ এবং বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাবতীয় তথ্য আরবিতে অনুবাদের কাজ চলছে। শেষ হলে দুই-একদিনের মধ্যে তা রিয়াদের এনসিবিতে পাঠিয়ে দেওয়া হবে।