বিশ্বনাথের ধীতপুরে রথ উৎসব হিন্দু-মুসলিমের মিলন মেলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী রথ যাত্রা শনিবার বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ধীতপুর গ্রামের রথ বাড়িতে এ উৎসব দুপুর ১২ টায় শুরু হয়ে সন্ধ্যা ৫টায় শেষ হয়। রথ উপলক্ষে রথ বাড়িতে বসে মেলা, হা-ডু-ডু আর ফুটবল খেলা। এবার পবিত্র ঈদুল ফিতর একই দিনে হওয়ায় মুসলমানেরা আনন্দ করেন বেশী করে। সব মিলিয়ে রথ বাড়ির রথ যাত্রা হিন্দু-মুসলমানদের মিলন মেলায় পরিণত হয়। আগামী শুক্রবার ফিরা রথ অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন, প্রথাগত ভাবে এ উৎসব পালন করা হয়। ১৩ পাবনের বাংলাদেশ এর মধ্যে রথ যাত্রা একটি। তিনি বলেন, এ উৎসব অনেক পুরনো। প্রতিবছর আনন্দঘন পরিবেশে রথ বাড়িতে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।
মেলায় আসা শিশু আমিনুর রহমান বলে, ভাল লাগে রথ উৎসব দেখতে। ভাইয়ের সাথে এসেছে উৎসবে। সে মেলা থেকে পুতুল ও গাড়ী কিনেছে।
এ ব্যাপারে অজিত চন্দ্র দেব বলেন, প্রতিবছর শ্রী শ্রী জগন্নাথ দেব’র রথ যাত্রা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী রথ যাত্রায় হিন্দু-মুসলমানের মিলন মেলা হয়। তিনি বলেন, বৃটিশ আমল থেকে এ উৎসব চলছে। আগামী বছর উৎসব বড় আকারে হবে বলে তিনি জানান।