রাজন হত্যা : পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করলেন অর্থমন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ পাশবিক নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের বাবা ও স্বজনের সাথে পুলিশ দুর্ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বাদজুমা সদর উপজেলার বাদেআলী গ্রামের রাজনের মা-বাবাকে সমবেদনা জানানোর পর উপস্থিত সাংবাদিককের কাছে এ ক্ষোভের কথা জানান তিনি।
তিনি বলেন, আমি শুনেছি কিছু পুলিশ সদস্য রাজনের বাবার দেয়া মামলা নেয়নি। উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এটা লজ্জার ব্যাপার। যারা রাজনের বাবার সাথে খারাপ আচরণ করেছেন তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, একটা ছোট্ট বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা কোনভাবে মেনে নেয়া যায় না। যারা হত্যাকাণ্ডের সাথে জাড়িত তারা খুবই খারাপ। রাজন হত্যাকারীদের জানোয়ার মন্তব্য করে তিনি বলেন, তাদের বিচার খুব দ্রুত করা হবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রামবাসীদেরও বিচার করা উচিত। নিহত সামিউল আলম রাজনের একমাত্র ভাইয়ের লেখাপড়া ও তাদের পরিবার যাতে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে সেজন্য প্রাথমিকভাবে একটি ফান্ড গঠন করে সেখানে ৫ লাখ টাকা রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নির্দেশ দিয়েছেন।
এ সময় অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুবলীগ নেতা আলম খান মুক্তি প্রমুখ।