রাজনগরে ছিনতাই প্রতিরোধে মাইকিং
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটায় পুলিশ সচেতনতামূলক মাইকিং করেছে। বুধবার উপজেলা সদরসহ ছিনতাইপ্রবণ এলাকায় এ মাইকিং করানো হয়। পুলিশ জানায়, রাজনগর উপজেলা সদরে ঈদকে সামনে রেখে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। নারী ও বৃদ্ধরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন বেশি। এজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার উপজেলা সদর ও আশেপাশে মাইকিং করে পুলিশ। সঙ্গে জোরদারও করা হয়েছে পুলিশের টহল।
উল্লেখ্য, ২ জুলাই মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে কর্ণিগ্রাম থেকে মিতালী পাল ও সদর ইউনিয়নের কমলারাণীর দীঘির পারে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৭ জুলাই উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ময়নার দোকান এলাকায় খুশি রাণী ধরের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং আকুয়া গ্রামের ভাঙার হাট ব্রিকফিল্ডের পাশে ফারুক আহমদের স্ত্রী আসমা বেগমের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। এসব ঘটনায় রাজনগর থানার পুলিশ এ সচেতনতামূলক মাইকিং করে। বুধবার সকালে পুলিশ ১০টি পরামর্শ দিয়ে মাইকিং ও প্রচারপত্র দেয়। এতে পুলিশের ডিউটি অফিসারের মোবাইল নম্বরও (০১৭৬৯-৯৩২৯১৪) দেয়া হয়। যে কোন প্রয়োজনে ওই নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।