সততা ও আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে –সিলেট জেলা প্রশাসক
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন আগামীতে দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তর করতে হলে সবাইকে দল মতের উর্দ্ধে ওঠে দেশের জন্য কাজ করতে হবে। সততা ও আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করলে ২০৪১ সালের মধ্যেই আমাদের দেশকে একটি উন্নত দেশের সারিতে দাঁড় করা যাবে। তিনি গতকাল দুপুরে বালাগঞ্জ উপজেলা হলরুমে আশরাফর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, উপজেলা স্বাস্থ্য পদ্ম মোহন সিনহা, বালাগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, ওসি মোঃ মুরছালিন, আবদাল মিয়া, চেয়ারম্যান ফারুক মিয়া, ইমরান রব্বানী, এম.এ মতিন. কমরেড আফরোজ আলী, মাওলানা সৈয়দ আবুল কালাম আজাদ, শিক্ষক সহিদ হাসান, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ জুনেদ মিয়া, ঠিকাদার চঞ্চল পাল, অরুনোদয় পাল ঝলক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তা। ১২টি সেলাই মেশিন ও কর্মকর্তাদের মধ্যে কর্পোরেট ও সীমকার্ড মোবাইল সেট বিতরণ করেন ও বিভিন্ন অফিস পরিদর্শন করেন। তিনি আরো বলেন এলাকার প্রধান প্রধান সমস্য চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান করেন।