তামাবিল স্থলবন্দর পরিদর্শন করলেন সোমনাথ

sumnath at gowainghat-24-05-2014গোয়াইনঘাট প্রতিনিধিঃ ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার গতকাল সকালে তামাবিল শুল্ক ষ্টেশন পরিদর্শণ করেন। পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন ব্যবসা বানিজ্যসহ সার্বিক উন্নয়নে দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক গড়ে তুলতে হবে। তামাবিল শুল্ক ষ্টেশনের কথা উলেখ করে তিনি বলেন তামাবিল স্থল বন্দর অত্যান্ত গুরুত্বপুর্ন একটি ব্যবসার স্থান। এই বন্দরকে আর্ন্তজাতিক মানে উন্নীত করতে পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে তিনি ভারতীয় উর্ধ্বতন কর্তৃপ বরাবরে উপস্থাপন করবেন বলেও জানান।
তিনি আরও বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে অতীত থেকে বন্ধুত্বপুর্ন সর্ম্পক রয়েছে। দু’দেশের উন্নয়নে ভবিষ্যতে সম্পর্কে আরও উন্নতিকরন করা হবে। তিনি সকাল ৯টায় তামাবিল চেক পোষ্ট দিয়ে সংপ্তি এক সফরে ভারতের ডাউকী এলাকায় যান এবং সে দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সকাল ১১টার দিকে তিনি পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন।