সেনাবাহিনী নয়, গণতন্ত্র হত্যা করেছে আ.লীগ : মঈন খান
সুরমা টাইমস ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে সেনাবাহিনী গণতন্ত্র হত্যা করে থাকে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। মঙ্গলবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু রাজনীতি করা সম্ভব নয়। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় দুর্নীতি, অন্যায় ও অনাচার ছড়িয়ে পড়েছে। আমরা এমন দেশে বাস করছি যেখানে জনপ্রতিনিধিত্বমূলক সংসদ ও সরকার নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কোনো ধর্মীয় মূল্যেবোধে বিশ্বাস করে না, তারা নাস্তিকতায় বিশ্বাস করে। সরকারদলীয় লোকেরা বিভিন্ন জায়গায় মুসলিম ভাইদের ইফতারি কেড়ে নিচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এ অবস্থা থেকে ১৬ কোটি মানুষকে মুক্তি দিতে হবে। কেউ ভিন্ন মত পোষণ করতে পারে না, ভিন্নমত পোষণ করলে তার ওপর নেমে আসে খড়গ। এভাবে চলতে দেয়া যায় না।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। যে কারণে সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব আমরা শান্তিপূর্ণ ভাবেই দিচ্ছি এবং দেবো।’
মঈন খান বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীকে গণতন্ত্র হত্যা করতে দেখেছি। কিন্তু আমাদের বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। প্রথমবার সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন জিয়াউর রহমান।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে এমনিতেই বাক স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্র নেই। পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলও জায়েজ নেই। দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে হামলা করছে সরকারের লোকজন। ধর্মীয় কাজকর্মও বিঘ্নিত হচ্ছে।’
তিনি বলেন, ‘অনেকেই বলছেন- আমরা হতাশ হয়ে গেছি, ভয় পেয়েছি। কিন্তু আমরা হতাশ নয়। বরং সরকার এবং হামলাকারীরাই হতাশ। তাদের অঙ্গভঙ্গিতেই হতাশার প্রমাণ স্পষ্ট হচ্ছে।’
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আবদুল হালিম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লা মিয়া, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যারয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল লতিফ মাসুম প্রমুখ অংশ নেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ইফতারের আগে দেশবাসী ও জিয়া পরিবারর কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।