আল-মাদীনা ইসলামিক ইন্সটিটিউটের পক্ষ থেকে গরীবদের মাঝে ঈদ সামগ্রী ও চাল-ডাল বিতরণ
পবিত্র মাহে রমযান উপলক্ষে সিলেট শহরতলীর বড়শালাস্থ “আল-মাদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট” এর পক্ষ থেকে গরীব-দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও চাল-ডাল ইত্যাদি বিতরণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আরজু মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মাদীনা ইসলামিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল্লাহ নেজামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা তাবারুক হোসেন, মাওলানা আবুল খায়ের, হাফিজ ইকবাল হোসেন, হাফিজ হাবীবুর রহমান, হাফিজ ইয়াছিন আহমদ, ক্বারী ইবরাহীম, মাষ্টার নজরুল ইসলাম সাহেব সহ এলাকার মুরুব্বীগণের মধ্যে জনাব বাবুল মিয়া গিয়াস মিয়া, মানিক মিয়া ও মুনাইম মিয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের অভিমত প্রকাশকালে বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিরা অসহায়, দুঃস্থ ও গরীবদের সহযোগিতায় এগিয়ে আসলে সমাজের উন্নতি সাধন হবে। আমাদের যাকাত-ফিতরা সহ দান-খয়রাত উপযুক্ত লোকদের মাঝে বিতরণ করলে তা ইহ ও পরকালের কল্যাণে কাজে লাগবে।