মানবিক সমাধান চেয়ে মোহনের খোলা চিঠি

চোখের কালি দিয়ে লেখা এই আমার জীবনের গান, কারও হ্রুদয়ে লাখে যদি একটু মানবতার টান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ঢাকা একটি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকেও পুলিশ অস্যাল্ট মামলাসহ বিভিন্ন মামলায় আসামী হয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে সমাজ-রাষ্ট্র, পুলিশ, প্রশাসনসহ সকলের কাছে মানবিক সমাধান চেয়ে খেলা চিঠি “ফাঁসির মঞ্চে দাড়িয়ে গাইব আমি সত্যের গান, আমার মতো নাম না জানা অনেক কমীর লাশের উপর দিয়ে বাংলার মাটিতে উঠবে একদিন বিজয়ের নিশান, চোখের কালি দিয়ে লেখা এই আমার জীবনের গান, কারও হ্রদয়ে লাখে যদি একটু মানবতার টান” দিয়ে সকলের সহযোগীতা কামনা করলেন বাহারমর্দনস্থ মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এর এলাকার মৃত এশাই মিয়ার পুত্র মোহন। জানা যায়- গত ২০১৪ইং সালের ১৬ ফেব্রুয়ারী একটি অনাকাংকিত ঘটনাকে কেন্দ্র করে মোহন মারান্তক ভাবে আহত হলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় তার ডান-বাম দুই পা গুরুতর জখম হলে ডান পা কেটে ফেলা হয়। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা শেষে তার অবস্থা উন্নতি না হওয়ায় ঢাকার শ্যামলিস্থ টমা সেন্টারে ভর্তি করেন এবং অধ্যাবধিও সেখানে খন্ডকালীন চিকিৎসাধীন রয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একটি মহলের ইশারায় কুসুমবাগস্থ এসআর প্লাজার সামনের একটি পুলিশ অস্যাল্ট মামলা (নং-০৭/তারিখঃ ০৫/০১/২০১৫ইং) ২৩নং আসামী সহ বিভিন্ন মামলায় অন্তভুক্ত করা হয়। অপরদিকে মোহনকে নির্যাতন‘র ঘটনায় ভাই নোমান আহমদ বাদী হয়ে মৌলভীবাজার জুডিসিয়াল ১নং আমলী আদালতে ৪জনকে আসামী করে জিআর ৪৫/১৪ইং মামলা দায়ের করলে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে মোহন ও তার পরিবারের লোকজনকে হুমকি প্রদানের অভিযোগ এনে মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডায়েরী করেন।