বিশ্বনাথে বাতিঘর’র ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্বনাথের শিক্ষা উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্জলন বাতিঘর’র উদ্যোগে মহান বদর দিবস উপলক্ষে ৪র্থ আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল স্থানীয় রাজাগঞ্জ বাজারে সম্পন্ন হয়েছে।
বাতিঘর সভাপতি মুহা. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মারুফ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: আবু তাহির মো. হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন- ইসলামের প্রথম যুদ্ধ মহান বদর যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে মুসলিম জাতি বিশ্ব বিজয়ী জাতি হিসেবে তার যাত্রা শুরু করে। যে যুদ্ধের চেতনাকে ধারণ করে ইমানদাররা সেই রাসূল (স.) এর যুগ থেকে শুরু করে আজও অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। সকল মুসলমানের উচিত, বদর যুদ্ধের শিক্ষাকে অন্তরে ধারণ করে সকল অন্যায়-অধর্মের প্রতিবাদ করে যাওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাও. আবুল ফজল মো. আহমদ হোসাইন, রাজাগঞ্জ বাজার জামে মসজিদ এর খতিব মাও. আব্দুল মোমিন, বিশ্বনাথ প্রেসকাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র-রাজাগঞ্জ বাজার হাফিজিয়া মাদরাসা শাখার সহকারী ক্বারী হাবিবুর রহমান সুজন, ইত্তেহাদুল ক্বোররা এলাহাবাদ আলিম মাদরাসা শাখার সহকারী ক্বারী মাও. আব্দুল আজিজ, মাও. মোছব্বির।
বাতিঘর সদস্য কামাল উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন হাফিজ কবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর’র সহ-সভাপতি মাসুদ আহমদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক ফরিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসকাব সদস্য নুর উদ্দিন, এনামুল হক মামুন, এটিএম আব্বাস, খাজাঞ্চী একাডেমির পরিচালক গোলাম মোস্তফা, বেবি কেয়ার একাডেমির ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সংগঠক শরীফ আহমদ রাজু, শাহ সিদ্দিক, শওকত আলী, মির্জা মো. গিয়াস, আরিফ আহমদ, ক্বারী আবু ছালেহ মো. লায়েক, ক্বারী রহিম উদ্দিন, ভিন্নধারার সাংগঠনিক সম্পাদক হাসান ওলিউর রহমান, আত-তাক্বওয়া ইসলামি সংস্থার সভাপতি জিয়াউর রহমান, লতিফিয়া স্মৃতি পরিষদ সভাপতি হাফিজ আফ্তাব মিয়া, মোহাম্মদিয়া যুব সংঘের সভাপতি ফারহান উদ্দিন, আল-ইহসান ইসলামী সংস্থার অর্থ সম্পাদক মোস্তাক আহমদ ।
বাতিঘর সাবেক সভাপতি মাস-উদ-হাসান, সহ-সভাপতি এমদাদুল হক, বাতিঘর’র সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক ও বাতিঘর পাঠাগার সচিব সুমন আহমদ, অফিস সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক ইমাদ উদ্দিন, শিক্ষা সংস্কৃতি সম্পাদক আবুল খায়ের মো. রিদ্বওয়ান, তথ্য সম্পাদক জুবায়ের আহমদ রুবেল, বাতিঘর বন্ধু পরিষদ পরিচালক নাজমুল হক, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মু. শরীফ হাসান, বাতিঘর পাঠাগার’র সহকারী সচিব রেজাউল করিম, কামাল উদ্দিন, সদস্য রাজন আহমদ, আমিনুল হক।