নবীগঞ্জে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক আহত : আশংকাজনক অবস্থায় ওসমানীতে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের পল্লীতে পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নেপুল মিয়া(৩০)রক্তাক্ত জখম হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়কান্দি গ্রামের সাবাস মিয়ার পুত্র নেপুল মিয়ার সাথে একই গ্রামের সাবাল খাঁ‘র পুত্র শহীদ খাঁ‘র পুর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার রাত পৌনে আটার দিকে বড়গাও গাজীর মোকামের সামনে একটি চা দোকানে গিয়ে শহীদ খাঁ তার প্রতিপক্ষ নেপুল মিয়াকে ছুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন নেপুলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার ফাঁিড় পুলিশকে অবগত করলে রাত ১০টার দিকে ফাঁড়ি ইনচার্জ এস আই আরিফের নেতৃত্বে একদল পুলিশ তাকে বড়কান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে। খোজ নিয়ে জানাযায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেপুলের অবস্থা আশংকাজনক রয়েছে।