রায়নগরে লিচু গাছ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর রায়নগর এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে রায়নগর প্রত্যায়ন ৪৮নং বাসার একটি লিচু গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহিত ব্যক্তির নাম মোহাম্মদ জামাল উদ্দিন (৬৫)।তার বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার মিংহমুড়ি গ্রামে। তবে সে অনেকদিন যাবত রায়নগরে বসবাস করে আসছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে সেহরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে বাসার একটি লেচু গাছের ডালে থাকে ঝুলতে দেখা যায় এবং পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন পরে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশকে অবগত করেন।
দুপুরে সোবহানীঘাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি সুহেল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।