মৌলভীবাজারের পুলিশ প্রশাসন কি অনলাইন ও প্রেসকাবের বাহিরের সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে গন্য করেননা ?
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের পুলিশ প্রশাসন কি অনলাইন সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে গন্য করেননা ? গতকাল ২৪ জুন বুধবার মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে জেলা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোঃ খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন- আপনারা দীর্ঘদিন ধরে এ এলাকায় কাজ করছেন। তাই, এ এলাকা সম্পর্কে আপনাদের ধারণা অনেক বেশী। এ এলাকার বিভিন্ন তথ্য উপাত্ত রয়েছে আপনাদের কাছে। আমরা পরস্পর সহযোগী হয়ে দেশের উন্নয়নে একযোগে কাজ করলে তা অপরাধ নিয়ন্ত্রনে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক, জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেসকাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সম্পাদক এস এম উমেদ আলী, ফেরদৌস আহমদ, শেখ সিরাজুল ইসলাম, সালেহ এলাহি কুটি, হাসনাত কামাল ও পান্না দত্ত। এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে মৌলভীবাজার প্রেসকাবের সদস্যরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন অনলাইন মিডিয়া এবং প্রেসকাবের বাইরের সাংবাদিকরা। দৈনিক স্বাধীন মত ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জেলা প্রতিনিধি বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসকাব সদস্য সচিব সাংবাদিক মশাহিদ আহমদ জানান- অনলাইন মিডিয়া এবং প্রেসকাবের বাইরের সাংবাদিকদেরকে দাওয়াত দেয়া হয়নি। তবু, আন্তরিকতার খাতিরে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- এ ব্যাপারে ওসি সদর এর সাথে যোগাযোগ করলে উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমরা নতুন এসেছি তো তাই উনিই দাওয়াত দেয়ার দায়িত্ব পালণ করছেন। পরে একাধিক বার ওসি সদর এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি প্রতিবারই মোবাইল ফোনের কল কেটে দেন। ফলে, তারা নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে যোগ দেননি। দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু) মৌলভীভাজার জেলা শাখার সভাপতি শ. ই. সরকার জবলু জানান- প্রেসকাবের সদস্য হিসাবে তিনি উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। অনলাইন মিডিয়া এবং প্রেসকাবের বাইরের সাংবাদিকদেরকে দাওয়াত না দেয়া দুঃখজনক। বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু) মৌলভীভাজার জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক জানান- তিনি এ ব্যাপারে ওসি সদর এর সাথে যোগাযোগ করলে জানানো হয় প্রেসকাবের বাইরের সাংবাদিকদেরকে দাওয়াত দিলে প্রেসকাবের নেতারা ঝামেলা করেন। তাই, প্রেসকাবের বাইরের সাংবাদিকদেরকে দাওয়াত দেয়া হচ্ছেনা। এ নিয়ে মৌলভীবাজারের অনলাইন মিডিয়া এবং প্রেসকাবের বাইরের সাংবাদিকদের প্রশ্ন- মৌলভীবাজারের পুলিশ প্রশাসন কি প্রেসকাবের আজ্ঞাবহ ? অথবা মৌলভীবাজারের পুলিশ প্রশাসন কি অনলাইন মিডিয়া এবং প্রেসকাবের বাইরের সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে গন্য করেননা ?