শহীদের বিয়েতে আশীর্বাদ করতে আসছেন তিন মা!
সুরমা টাইমস ডেস্কঃ আগামী ১০ জুলাই দিল্লিবাসী মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। জানা গেছে, ছেলেকে আশীর্বাদ করতে বিয়েতে উপস্থিত থাকবেন মা, তবে একজন নয়, তিন-তিনজন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়েতে থাকছেন তার নিজের মা নিলীমা আজমি। সঙ্গে থাকছেন তার দুই সৎমা সুপ্রিয়া ও বন্দনা।
শহীদের ছোটবেলাতেই মা নীলিমা ও বাবা পঙ্কজ কাপুরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। পঙ্কজ কাপুর বিয়ে করেন সুপ্রিয়া পাঠককে। অন্যদিকে নীলিমা বিয়ে করেছিলেন রাজেশ খাট্টারকে। রাজেশ-নীলিমার বিয়ে বেশি দিন টেকেনি। রাজেশ বিয়ে করেন বন্দনাকে।
নীলিমা, সুপ্রিয়া ও বন্দনা- তিনজনেই আসছেন শহীদের বিয়েতে। নীলিমা তো বটেই, সুপ্রিয়াও শহীদকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। এদিকে বন্দনা, শহীদের সৎবাবার স্ত্রী হলেও পছন্দ করেন শহীদকে।
তারা তিনজনই থাকবেন শহীদকে আশীর্বাদ করতে। সম্ভবত এই প্রথম বলিউড দেখবে, এক ছেলের বিয়েতে তিন মায়ের হাসিমুখে উপস্থিত থাকা।