ইফতার পার্টিতে হিজাবী তরুণীর উচ্ছ্বসিত প্রশংসা ওবামার

President Barack Obama greets guests after delivering remarks during the annual Iftar dinner, celebrating the Muslim holy month of Ramadan, in the East Room of the White House, on Monday, June 22, 2015, in Washington. (AP Photo/Evan Vucci)
President Barack Obama greets guests after delivering remarks during the annual Iftar dinner, celebrating the Muslim holy month of Ramadan, in the East Room of the White House, on Monday, June 22, 2015, in Washington. (AP Photo/Evan Vucci)

সুরমা টাইমস ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে মুসলিমদের সম্মানে এক ইফতার পার্টিতে বলেছেন, যে কোনো ধর্মীয় বা আদিবাসী গোষ্ঠীকে টার্গেট করার বিরুদ্ধে আমেরিকানরা ঐক্যবদ্ধ। সোমবার তিনি মুসলিমদের সম্মানে হোয়াইট হাউজে এক ইফতার ডিনারের আয়োজন করেন।
এতে কূটনীতিক, কংগ্রেস সদস্যসহ ৪০ জন অংশ নেন।
এ সময় ভাষণে ওবামা বলেন, ‘ আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের ধর্মবিশ্বাস যাই হোক না কেন আমরা সবাই একই পরিবার।’ এ সময় ওবামা কয়েকজন তরুণ মুসলিমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সামান্থা ওলাউফ নামের এক তরুণীর যিনি হিজাব পরার অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন। ২০০৮ সালে ১৭ বছর বয়সে ওকলাহোমার একটি দোকানে হিজাব পরে চাকুরির সাক্ষাৎকার দেয়ায় তাকে চাকুরি দেয়া হয়নি। ওবামা বলেন, ‘ তিনি হিজাব পরার অধিবার রক্ষায় ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ- তিনি চেয়েছিলেন অন্য সবার মত সমান সুযোগ।’ ‘তিনি সুপ্রিম কোর্টের পথে পা বাড়িয়েছিলেন, যেটা তার বয়সে থাকলে আমি করতাম না, এবং তিনি বিজয়ী হয়েছেন, ’ বলেন ওবামা। সূত্র: এপি