গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জেরে লাইনম্যানকে বেধড়ক পেঠালেন গৃহকর্তার ভাই
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাশিটুলায় গ্যাস সংযোগ দিতে গিয়ে গৃহকর্তার ছোট ভাইয়ের হামলায় শিকার হয়েছেন জালালাবাদ গ্যাসের ইসলাম উদ্দিন নামের এক লাইনম্যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ইফতারের আগে সিলেট নগরীর ঘাশিটুলার ৪১ নং বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট নগরীর ঘাশিটুলার ৪১ নং বাসার বাসিন্দা খছরুজ্জামান গত ৬ মাস থেকে গ্যাস বিল পরিশোধ করেনি। এক পর্যায়ে গ্যাস কর্তৃপক্ষ ওই বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে সোমবার খছরুজ্জামান গ্যাস বিল পরিশোধ করে পুনরায় গ্যাস সংযোগ দেয়ার আবেদন করেন।
তাই আজ বিকালে ওই বাসায় গ্যাস সংযোগ দিতে যান সুবিদবাজার গ্যাস অফিসের কর্মচারী (লাইনম্যান) ইসলাম উদ্দিন। এ সময় পরিবারের সদস্যরা ইসলাম উদ্দিনের সাথে খুব ভালো ব্যবহার করেন। গ্যাস সংযোগ দেয়ার পর খছরুজ্জামানের ছোট ভাই মাহাতি মোহাম্মদ এসে ইসলাম উদ্দিনের দু’পায়ে রেঞ্জ দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় ইসলাম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ- চট্ট ২৫২০) এর সভাপতি আব্দুর রহমান।
তিনি জানান, ইসলাম উদ্দিন বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।