সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

Fight Osmaninogorসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বসিয়াখাউরি গ্রামে এ সংঘের্ষর ঘটনা ঘটে।
নিহত শেখ আরজু মিয়া (৬৫) বসিয়াখাউরি গ্রামের বাসিন্ধা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বসিয়াখাউরি গ্রামের শেখ আরজু মিয়া ও মুশাহিদ খা এর মধ্যে দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে সোমবার বিকেলে শেখ আরজু মিয়া ও মুশাহিদ খা য়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। গুরুতর আহত শেখ আরজু মিয়া কে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো আল আমিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।