হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন খালেদা
সুরমা টাইমস ডেস্কঃ দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবেন খালেদা জিয়া। খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে খোকন বলেন, ‘উই আর সকট, উই আর সকট’ তিনি বলেন, এ রায়ের ব্যাপারে আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলবো। তবে, খালেদা জিয়া এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নাইকো বিষয়ে একই অভিযোগে সে সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এ বিষয়ে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারে থাকাকালীন সময়ে নাইকো বিষয়ে চুক্তি হয়। পরবর্তিতে দেখা যায় নাইকো বিষয়ে একই দিনে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় আলাদা আলাদা দুটি মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার মামলাটি হাইকোর্ট খারিজ করে আর খালেদার মামলা চলবে। ‘উই আর সকট সকট’।
তিনি বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টর আপিল বিভাগে আপিল দায়ের করবো। এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, নাইকো বিষয়ে প্রাথমিক ভাবে খালেদা জিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলবে।