সুনামগঞ্জে বারকি শ্রমিক সংঘের সভা

অবৈধ বোমা মেশিন ও ড্রেজার বন্ধ এবং বালি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ রেজিঃ নং চট্টঃ ২৩৫৫ এর এক সভা থেকে পরিবেশ ধ্বংসকারী অবৈধ বোমা মেশিন ও ড্রেজার বন্ধ এবং অবিলম্বে ধোপাযান ও যাদুকাটা নদীতে বালি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়। গত ১৫ জুন সোমবার রাতে বিশ্বম্ভপুর উপজেলার ধোপাযান চলতি নদী সংলগ্ন জিনারপুর গ্রামে বারকি শ্রমিক সংঘের জেলা কমিটির এক সভা অনুষ্টিত হয়। শ্রমিক সংঘের সভাপতি মোঃ নাছির মিয়া সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার। সভায় বক্তব্য রাখেন বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি আব্দুর রহমান ও মোঃ নজরুল, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ অদুদ মিয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান। সভায় বক্তারা বলেন উচ্চ আদালতের নিষেধাঞ্জা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় অবৈধ বোমা মেশিন ও ড্রেজার দিয়ে পরিবেশ ধ্বংস করে ধোপাজান ও যাদুকাটা নদী থেকে অবাধে বালু পাথর উত্তোলন করা হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে অবৈধ বোমা মেশিন ও ড্রেজার বন্ধ হলেও প্রশাসনের লোকজন চলে আসার পরেই আবার তারা নদীতে নেমে পড়ে। তাছাড়া রাতের অন্ধকারে প্রতিদিনই বোমা ও ড্রেজার চলছে। যার কারণে নিরিহ বারকি শ্রমিকরা পরিবেশবান্ধব ভাবে হাতের সাহায্যে বালুপাথর উত্তোলন করতে পারছেনা। তাছাড়া গত ১৩ মে থেকে জেলা প্রশাসক কর্তৃক নদীথেকে বালু পাথর উত্তোলনে নিষেধাঞ্জা জারী হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিষেধাঞ্জা প্রত্যাহার হয়নি। তাছাড়া অবৈধ চাঁদাবাজদের দাপটে বারকি শ্রমিকরা অতিষ্ট। সভা থেকে অবিলম্বে অবৈধ বোমা মেশিন ও ড্রেজার উচ্ছেদ ও বালু পাথর উত্তোলনে নিষেধাঞ্জা প্রত্যাহারে জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি