আ.লীগ নেতা বিধানের নামে ২ লাখ টাকা চাঁদা দাবি : যুবক আটক

millatসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। মিল্লাত নূর নামের ওই যুবক সিলেট নগরীর শাহী ঈদগাহ ধানসিঁড়ি ৪৬ নম্বর বাসার আবদুন নূরের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, মিল্লাত নূর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটে ডা. উত্তম কুমারের চেম্বারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ডা. উত্তম তাকে রাত ৯টার দিকে আসতে বলেন। তার কথামতো রাত ৯টায় মিল্লাত রিকাবীবাজার স্টেডিয়াম মার্কেটস্থ ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে এসে ফোন দেন।
ডা. উত্তম বিষয়টি আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহাকে অবগত করলে তার কর্মী নাহিদ, রাজু ও সোহাগকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে মিল্লাতকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মিল্লাতকে লামাবাজার ফাঁড়িতে নিয়ে যায়।