আন্তর্জাতিক ফিস্টুলা দিবস উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জনের র্যালী ও আলোচনা সভা
ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসার জন্য সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে
——–সিভিল সার্জন ডা. মো: আজহারুল ইসলাম
সুরমা টাইমস ডেস্কঃ ‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’ এ স্লোগানকে কেন্দ্র করে ৩য় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জনের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত র্যালীটির নেতৃত্ব দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো: আজহারুল ইসলাম। তিনি বলেন, ফিস্টুলা একটি নিরাময়যোগ্য শারীরিক সমস্যা। দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে এ রোগ সম্পূর্ন ভাল হয়। দেশে বর্তমানে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। একটু সচেতন হলে নিরাময়যোগ্য এ রোগ থেকে ফিস্টুলা রোগীর ভালো হওয়া সম্ভব। ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসার জন্য সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।
গতকাল সোমবার সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলরুমে এ র্যালী পরিবর্তী সেমিনার অনুষ্ঠিত হয়।
মেডিকেল অফিসার ডা. রাহিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নুরে আলম শামীম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ ইমদাদুল হক নয়ন, শহীদ সামসুদ্দিন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা, কনসালটেন্ট (গাইনী) ডা. রোকসানা জাহান, সিভিল সার্জন অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ফিস্টলা রোগের কারণে অসংখ্য নারীকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন হয়ে একঘরে অমানবিক জীবন যাপন করতে হয়। দেশের অনেক মহিলা ফিস্টুলা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশে একলাখের বেশি অবহেলিত নারী প্রসবজনিত রোগ ফিস্টুলায় আক্রান্ত। গ্রামাঞ্চলে অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসব জটিলতায় অসংখ্য মা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে যন্ত্রণাদায়ক এই ফিস্টুলা রোগে।