সিলেটে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন

electricity repairসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুত লাইন ও টাওয়ারের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এতে বিদ্যুতহীন হয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৭০/৭৫ হাজার গ্রাহক। সিলেটের মেজরটিলা ইসলামপুর, জালালাবাদ সেনানিবাস থেকে শুরু করে জৈন্তাপুর, জাফলং পর্যন্ত বিদ্যুতহীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে সিলেটের দলদলি চা বাগানের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার এলাকায় ৩৩ হাজার কেভি বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে বিদ্যুতের তার ও ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার। সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-২’র উপ প্রকৌশলী নজরুল ইসলাম সুরমার ডাক’কে বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে একটি টাওয়ারও উপড়ে পড়েছে। এ কারণে সিলেটের মেজরটিলা থেকে জাফলং পর্যন্ত প্রায় ৬০/৭০ হাজার গ্রাহক ভোর থেকে বিদ্যুতহীন রয়েছেন। বিদ্যুতের টাওয়ার ও লাইন মেরামত শেষে ফের বিদ্যুৎ সরবরাহ করতে বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে যাবে বলে জানান তিনি। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল।