এবার টার্গেট প্রগতিশীল রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা
সুরমা টাইমস ডেস্কঃ কেবল মুক্তমনা ব্লগার বা বিজ্ঞানমনস্ক লেখক নয়, জঙ্গিদের হিট লিস্টে আছে সংস্কৃতিকর্মী, প্রগতিশীল রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিকদের নামও। এমনটাই জানা গেছে গোয়েন্দাদের কাছ থেকে। গোয়েন্দারা ইতিমধ্যে এ তালিকা পেয়েছেন। আদর্শিকভাবে যাদের সঙ্গে বিরোধ, তাদেরকেই টার্গেটে পরিণত করছে জঙ্গিরা।
রাজীব হায়দার দিয়ে শুরু। সর্বশেষ টার্গেট ছিলেট সিলেটের অনন্ত বিজয় দাশ। হত্যাকাণ্ডের ধরনও একই। ঘটনার পর দায়ও স্বীকার করা হচ্ছে ঘোষণা দিয়ে। হত্যার পর আখ্যা দেয়া হচ্ছে ইসলাম বিদ্বেষী হিসেবে।
গোয়েন্দারা বলছেন, তদন্ত ছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে তারা তথ্য পাচ্ছেন তালিকা করেই জঙ্গিরা এসব হত্যাকান্ড ঘটাচ্ছে। নিজেদের কর্মী ছাড়াও ভাড়া করা হচ্ছে লোক।
গোয়েন্দারা বলছেন জঙ্গিদের হিটলিন্ট বা তালিকায় বিভিন্ন শ্রেনী পেশার লোকের নাম আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, হাতে গোনা কয়েকজন জঙ্গি এসব তৎপরতায় জড়িত। তাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশপাশি অভিযান চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, শুধু ব্লগার নয়, ওদের হিট লিষ্টে সংস্কৃতিকর্ম, প্রগতিশীল রাজনীতিবিদ, লেখক , সাংবাদিকের নামও রয়েছে বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি
২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৪ জন মুক্তমনা ব্লগার একই কায়দায় হত্যার শিকার হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে অনন্ত বিজয় দাশ তাঁর কর্মস্থল পুবালী ব্যংকে যাওয়ার পথে বাসা থেকে কয়েকশ’ মিটার অদূরে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় জঙ্গি সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন। সন্ত্রাসীরা তাঁর মাথায় এলোপাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলে মগজ ছিটকে পড়ে।
এই ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে অজ্ঞাত ৪জনের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি। দিতে পারেনি কোন অগ্রগতির খবর। এখন পর্যন্ত তথ্যে শুধু জানা গেছে ৪ খুনির অন্তত একজন সিলেটের বাসিন্দা।