জয়ের বক্তব্য মৌলবাদিদের জন্য গ্রিন সিগন্যাল
সুরমা টাইমস ডেস্কঃ ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর প্রযুক্তিবিষয়ক উপদেষ্ট সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট লেখক ও শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে তিনি এ প্রতিবাদ জানান। মানববন্ধনে জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
ড. জাফর ইকবাল তার বক্তব্যে বলেন, ‘হত্যাকাণ্ডকে স্পর্শকাতর বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যে স্টেটমেন্ট দিয়েছেন তা মৌলবাদিদের জন্য একটা গ্রিন সিগনাল। জয়ের মন্তব্যে মনে হচ্ছে ‘তোমরা এভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাও সরকার কিছুই করবো না।’ সরকার যেটা করছে এবং জয় যেটা বলেছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
সমাবেশে অনন্ত বিজয়ের হত্যা ‘সরকারের ব্যর্থতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা স্বীকার করে নাও সরকারের কাছ থেকে বিশেষ কিছু পাবে না।’
‘বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে’ উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘হত্যাকারীদের প্রশাসন ধরতে পারছে না, সেটা আমি বিশ্বাস করি না। এটা সরকারের ব্যর্থতা।’
তিনি আরো বলেন, ‘তোমরা যারা সত্য কথা বলো, তোমাদের যেকোনো সময় মেরে ফেলা হবে। আমাদের মেরে ফেলা হবে, সরকার কিছুই করবে না। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।’
শাবিপ্রবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাবেদ ইকবালের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন- শাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমীন হক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার কমিটি সদস্য ইসরাত রাহি রিশতা এবং সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া জোটের আহ্বায়ক গিয়াস বাবু প্রমুখ।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বামী অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকারের কার্যক্রমের সমালোচনা করে রাফিদা আহমেদ বন্যার মন্তব্যের প্রতিক্রিয়ায় জয় বলেছিলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতটাই নাজুক যে প্রকাশ্যে তার কিছু বলা স্পর্শকাতর ছিল। তাই তিনি ব্যক্তিগতভাবে অভিজিতের বাবাকে সহমর্মিতা জানিয়েছিলেন।
এছাড়া অভিজিৎ রায় একজন স্বঘোষিত নাস্তিক ছিলেন উল্লেখ করে জয় বলেছিলেন, ‘আমরা (আওয়ামী লীগ) নাস্তিক হিসেবে পরিচিত হতে চাই না। তবে আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী।’