ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ঢাকায় ফিরিয়ে দিতে হবে
সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের এক জরুরী সভা
ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ক্ষমতা দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল ৯ মে শনিবার সকাল ১১.০০ ঘটিকায় ৪/১ সুরমা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজরাফ আহমদ চৌধুরী টিপু’র পরিচালনায় সভায় বক্তারা বলেন, যে দিন হতে বাংলাদেশ থেকে বৃটিশ এ্যাম্বেসি ইন্ডিয়ায় হস্তান্তর করা হয় সে দিন থেকেই আমারা রাজপথে প্রতিবাদ ও আন্দোলন করে আসছি। যতক্ষন না বৃটিশ এ্যাম্বেসি বাংলাদেশে ফিরিয়ে আনা না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন নেতৃবৃন্দ।
বক্তারা আরোও বলেন, বাংলাদেশস্থ বৃটিশ হাই কমিশনের অধীনে পূর্বাবস্থায় সকল প্রকার ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ক্ষমতা ঢাকায় ফিরিয়ে দিতে হবে। অতিরিক্ত ব্যয়ভার বহন করতে না পারার অজুহাতে ঢাকা থেকে দিল্লিতে ইউকে ভিসা প্রদানের সিদ্ধান্ত ক্ষমতা স্থানান্তর করা বাংলাদেশীদের জন্য লজ্জাজনক। তাই এ উদ্যোগ সত্যি নিন্দনীয়। ব্যয় অতিরিক্ত দেখিয়ে ভিসা প্রদানের ক্ষমতা ঢাকায় না থাকায় সারাদেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ। তবে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বৃটিশ সরকার অবিলম্বে তা আমলে নিয়ে বিবেচনা করবে। সভায় বক্তব্য রাখেন, খালেদ হোসেন, আহাদ আল মাহমুদ টিটু, আলহাজ্ব সুরুজ আলী, আব্দুল বাছিত মুজাহিদ, আফছর আহমদ, শাহিদুর রহমান জুনু, কাজি মুনিম, মুন্নি ইসলাম তালুকদার, শাহিনুজ্জামান শাহিন, সাংবাদিক এম.এ হান্নান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোটেক রব নেওয়াজ রানা, এডভোটেক নুরুল ইসলাম, আব্দুল হাকিম লাভলু, ইঞিনিয়ার নুরুল ইসলাম তালুকদার, আনোয়ারুর ইসলাম আনা মিয়া, আব্দুর রবিক চৌধুরী তোঁতা মিয়া, জামান চৌধুরী শাকিল, সৈয়দ হাবিবুর রহমান, আব্দুল্লাহ মোহাম্মদ উজ্জল, মুমিনুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি