কৃষককে বিয়ে করলেন মন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ এক কৃষককে বিয়ে করলেন কেরলের এক মন্ত্রী। কেরলের কেরলের মন্ত্রী পিকে জয়লক্ষ্মী বিয়ে সেরেছেন রোববার। এ খবর দিয়েছে ভারতের একটি গণমাধ্যম।
আদিবাসী উন্নয়ন ও যুবমন্ত্রী তিনি। হিন্দু প্রথা মেনে এদিন বিয়ে হয় তাদের। ওয়ানাডের ভালাডুর বাসিন্দা তিনি। ‘কুরিচিয়া’ প্রথা শেষে বিয়ে হয় তাদের। পাত্র তার ছোটবেলার বন্ধ বলে জানা গেছে। সবুজ শাড়িতে সেজেছিলেন মন্ত্রী। পাত্রের গায়ে সাদা পোশাক। এদিন জয়লক্ষ্মীর বিয়েতে প্রায় সব মন্ত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।