অনলাইনে ছড়িয়ে পড়ল মাহির ‘স্ক্যান্ডাল ভিডিও’ : মুখ খুললেন মাহী
সুরমা টাইমস ডেস্কঃ সম্প্রতি ইউটিউবে নায়িকা মাহিয়া মাহির স্ক্যান্ডাল শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি আপ হবার কয়েক ঘন্টা পর সেটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হলেও অন্তর্জালের দুনিয়ায় সেটি ছড়িয়ে পড়ে। এখন মিডিয়া তোলপাড়- ভিডিওটি মাহির নাকি অন্য কারও। নাকি তার মত দেখতে কারও ভিডিও।
এ নিয়ে মুখোমুখি হলে মাহি প্রথমে বলেন,‘আমার বলার কিছু নেই’। তারপর নিজ থেকেই বলেন-‘সংবাদটা বেশ কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকা করেছে। যদি কোন প্রতিষ্ঠিত অনলাইন বা প্রিন্ট পত্রিকা করত তাহলে তাদের বিরুদ্ধে আমি মামলা করতাম।’
মাহি ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপের মাধ্যমে ভিডিওটি দেখেছেন। তাই এ নিয়ে তিনি কোন মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেন,‘যে যা খুশি আপ করুক। আই ডোন্ট কেয়ার। আই হেভ নো প্রবলেম।’
তিনি বেশ জোর গলায় বলেন,‘যদি নিশ্চিতভাবে কেউ প্রমাণ করতে পারে এটা আমার ভিডিও, তাহলে তা আমি ফেসবুক ওয়ালে নিজেই শেয়ার দেব। যদি না পারে তাহলে রিঅ্যাকশনে যাব।’
এদিকে গত শুক্রবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন মাহি। ‘অগ্নি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। ফলে বেশ খোশমেজাজে আছেন তিনি। তবে ফুলের বাগানে চোরকাঁটার মতোই ভিডিও’র খবরের জন্য বিব্রতকর অবস্থায় পড়েছেন মাহি।