তিনকন্যাকে রাষ্ট্রপতির অভিনন্দন
সুরমা টাইমস ডেস্কঃ যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ায় ব্রিটিশ-বাংলাদেশি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানান। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “এ তিনজনের জয় লন্ডনপ্রবাসী বাঙালিদের মুখ উজ্জ্বল করেছে।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে রুশনারা আলী। আর রূপা হক এমপি হয়েছেন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন।তারা তিনজনই লেবার পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন। রাষ্ট্রপতি দায়িত্ব পালনে তাদের সাফল্য কামনা করেছেন।