পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই : গুলিবিদ্ধ ৫
সুরমা টাইমস রিপোর্টঃ সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে পাঁচ আসামিকে ছিনতাই করে নিয়েছে স্বজনরা। আত্মরক্ষার্থে পুলিশ ১৮ রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় পাঁচ হামলাকারী। আহত হয় দুই এস আই সহ পাঁচ পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশ ছাদু মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামের মনুর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে দশজন পুলিশ সদস্য শাহজাদাপুর গ্রামে অভিযান চালায়। তারা মনুর বাড়ি থেকে সৈয়দ আলীর ছেলে গোলাপ খাঁ (৩৫), সমর খাঁ (৫৩), নায়েব খাঁ (৪০), আইয়ুব খাঁ (৪৮) ও তার ছেলে রেজন মিয়া (১৯) কে গ্রেপ্তার করে থানার উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় ছাদু মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় ছিল বিশেষ ধরনের হেলমেট ও বুকে ছিল বুলেটপ্রুফ এক ধরনের ষ্টীল। গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার সময় এরা এ গুলো ব্যবহার করে থাকে। হামলাকারীরা পুলিশকে পিটিয়ে ওই পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৮ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এতে হামলাকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয় বাচ্চু মিয়ার ছেলে শাহেব মিয়া (১৮), রবি আলীর ছেলে হেলাল মিয়া (১৯), অসি আলীর ছেলে আবু শাহ (৫৫), ছাদু মিয়ার ছেলে যাদু মিয়া (৩৫) ও তমুজ উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (৪৫)। পুলিশি গ্রেপ্তার এড়াতে এরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর ঘটনাস্থল থেকে পুলিশ ছাদু মিয়াকে গ্রেপ্তার করে। হামলাকারীদের তান্ডবে আহত হয় সরাইল থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, মোঃ মসিহুর রহমান, সহকারি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান, কন্সটেবল মোঃ আলা উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম। এরা সবাই সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও মারধর করে আসামি ছিনিয়ে নেওয়া গর্হিত কাজ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।