রাজনগর উত্তরভাগে কয়েক লক্ষ দেশীয় মাছের পোনা অবমুক্ত
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে গুলশান মৎস্যজীবি সমবায় সমিতির উদ্যোগে এরালিয়া, পুকুরিয়া, কোদারিয়া বদ্ধ বাশের বিলে কয়েক লক্ষ দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশীয় প্রজাতির মাছের অভয়ারণ্য গড়ে তুলতে সমিতির উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী, সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মোস্তাক আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাশয় অরক্ষিত থাকার কারণে মৎস্য আহরণ হচ্ছে না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই সরকারী ব্যবস্থাপনায় জলাশয়গুলো সংরক্ষণ করে দেশের মৎস্য সম্পদকে রক্ষার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লুৎফুর ইসলাম রৌজ, মাসহুদ আহমদ, জুয়েল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি