সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের মানববন্ধন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ঠিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল মঙ্গলবার বেলা ৪ টায় মানববন্ধন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা ইলিয়াস আহমদ পুনম, আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক আওয়াল আহমদ সুহান। মানববন্ধনে ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন শামীম আহমদ, ইমরান আহমদ, নয়ন আহমদ, রনি আহমদ, নাহিদ আহমদ, আশিক আহমদ, মইনুল ইসলাম, লিটন আহমদ, সমির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি