পিন্টুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারের নেতৃত্বে রোববার রাতে কারা অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল চৌধুরী। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান গনমাধ্যমকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তের জন্য তিন দিন সময় দিয়ে ৭মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।