নয়াপল্টনে পিন্টুর জানাজা অনুষ্ঠিত : বাদ আসর আজিমপুরে দাফন

rajshahi-pintu-pic-STসুরমা টাইমস রিপোর্টঃ কয়েক হাজার মানুষ অংশগ্রহনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টর জমির উদ্দিন সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০ টা ৩৫ মিনিটে নয়াপল্টন কার্যালয়ের সামনে লাশবাহী আলিফ পরিবহনের গাড়িতে করে পিন্টুর মরদেহ নিয়ে আসা হয়। এসময় দলটির পক্ষ থেকে পিন্টুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে রাজশাহীতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দাফন সোমবার বাদ আসর সম্পন্ন করা হবে। এর আগে হাজারীবাগ তার নিজ এলাকায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার ঘনিষ্টরা জানিয়েছেন, আসর নামাজ শেষে লেদার টেকনোলজি ইনিস্টিটিউট মাঠে পিন্টুর শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।