বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী দিপু লাল দেব দিপু আর নেই
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী দিপু লাল দেব দিপু (৫২) আর নেই। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধি ক্যান্সার রোগে ভোগে গতকাল সকাল সাড়ে ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমণ করেন। তার মৃত্যু সংবাদ শুনে তাকে শেষবারের দেখার জন্য তার বাড়ীতে বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ভিড় জমান। তিনি বালাগঞ্জ উপজেলা সদরের চানপুর গ্রামের বাসিন্দা ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩টায় বালাগঞ্জ চানপুর শশ্মান ঘাটে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।