শ্রমিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আকবেট’র র‌্যালী

IMG_6037২৮ এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক নিরাপদ ও সাস্হ্যসম্মত কর্মক্ষেত্র দিবস” উপলক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) নগরীর উপশহর পয়েন্ট, মেহেন্দীবাগ, চালীবন্দর, নয়াগাও এলাকায় অটোমোবাইল ওয়ার্কশপ, ষ্টিল আলমারী ওয়ার্কশপ ও অন্যান্য বিভিন্ন ওয়ার্কশপের মালিক ও শ্রমিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক র‌্যালীর আয়োজন করে। র‌্যালী শেষে এলাকার প্রায় ৫০ টি ওয়ার্কশপে কাজে নিরাপত্তা ও সাস্থ সম্মত পরিবেশ  নিশ্চিত করার লক্ষে কিছু জরুরী নির্দেশাবলী ও বাংলাদেশ সরকার ঘোষিত শিশুশ্রমনীতি সম্বলিত ফেস্টুন বিতরণ করা হয়।এছাড়া আকবেট কতৃক পূর্বে প্রদানকৃত ফার্স্ট এইড বক্স এর ঔষধ ,প্রয়োজনীয় উপাদান সম্পর্কে আলোচনা করা হয়।সবশেষে, যে সকল ওয়ার্কশপে ফার্স্ট এইড বক্স এ ঔষধ ,প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়, সে সকল ওয়ার্কশপ মালিকদের পূরস্কৃত করা হয়।উল্লেক্ষ্য, আকবেট ঝুকিপূর্ণ কাজ এ নিয়োজিত শ্রমজীবি শিশুদের কাজে ঝুকি কমানো ও পূনর্নবাসনের লক্ষে নগরীর উপশহর পয়েন্ট,মেহেন্দীবাগ,চালীবন্দর,নয়াগাও এলাকায় প্রজেক্ট চালিয়ে আসছে।এ প্রজেক্ট অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি প্রায় ৫০ জন ওয়ার্কশপ মালিকদের কাজে নিরাপত্তা ও সাস্থ বিষয়ক প্রশিক্ষন ও ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে।র‌্যালী ও দিনের অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করেন আকবেটের নির্বাহী পরিচালক মোঃ আছাদুজ্জামান ছায়েম, টিচার ও ফিল্ড অর্গানাইজার আবুল কালাম আজাদ,আব্দুস সালাম, জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সেক্রেটারী অজিত রায় ভজন, রতন কুমার সিনহা,সেলিম আহমদ,কামাল আহমদ,মোবারক মিয়া,আশিক আহমদসহ প্রায় অর্ধশতাধিক শ্রমজীবি শিশূ। বিজ্ঞপ্তি