২২ বছর বয়সে ১ম শ্রেণীতে পড়ছে ওবায়দুল
সুরমা টাইমস ডেস্কঃ ২২ বছর বয়সে ১ম শ্রেণীতে লেখাপড়া করছেন এক বাক প্রতিবন্ধী। জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের সামাদের পুত্র ওবায়দুল হক (২২) আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করছেন। গতকাল বুধবার ওই মাদ্রাসায় গেলে তাঁর সাথে কথা হলে এমন তথ্য পাওয়া যায়। বাক প্রতিবন্ধী ওবায়দুল জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী হলেও সরকারীভাবে মেলেনি কোন সাহায্য ও সহযোগিতা। তাঁর পিতা দিনমজুর অভাবের তাড়নায় ছেলেকে লেখাপড়া ও চিকিৎসা করাতে পারেননি। ওবায়দুলের বয়স ২২ বছর হলেও উচ্চতা তাঁর ৩ ফিট। এ বয়সে তাঁর এইচ.এস.সি পাশ করার কথা থাকলেও বর্তমানে তিনি প্রথম শ্রেণীতে পড়ছেন। তাঁর সবসময় তদারকি করছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফজাল বিন নাজির ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ঘোড়াওয়ালা হুজুর। এছাড়াও তাঁকে লেখাপড়ায় মনোযোগী করতে প্রেরণা যোগাচ্ছেন ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ওবায়দুলকে ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনেকে চেয়ারম্যান বলে ডাকে আবার কেউবা বড়দা বলে ডাকে। ওবায়দুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, বর্তমানে তিনি তাঁর লেখাপড়া চালিয়ে যাবেন। তিনি ভবিষ্যতে পুলিশ হতে চান। এজন্য তিনি সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে সরকারীভাবে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।