আম্বরখানা-ভোলাগঞ্জ সড়কে ট্রাক ডাকাতি : রাস্তা অবরোধ
সুরমা টাইমস ডেস্কঃ মঙ্গলবার রাত দেড়টায় সিলেটের আম্বরখানা-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ উপজেলাধীন গৌরীনগরে ব্যারিকেড দিয়ে দুর্ধর্ষ ডাকাতির শিকার হইয়েছে অন্তত ২০টি ট্রাক। এসময় ডাকাতের হামলায় এক ট্রাক চালক আহতও হয়েছেন। আহত ট্রাক চালক আলা উদ্দিন (৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা। এ ঘটনা ঘটে। ডাকাতির প্রতিবাদে ট্রাক চালকরা মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
ট্রাক চালক আলা উদ্দিনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান জানান- রাত দেড়টার দিকে গৌরীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত ট্রাকে ডাকাতি চালাই। ডাকাতরা অন্তত ২০টি ট্রাকের চালকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এসময় প্রতিরোধ করতে গিয়ে আলা উদ্দিন নামের এক চালক আহত হন।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান আরও জানান- ডাকাতির প্রতিবাদে রাত ৩টা থেকে চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বুধবার সকাল ১০টায় সালুটিকর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার মুরব্বি ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় । ডাকাতির ঘটনায় বুধবার সন্ধ্যার পর ট্রাক শ্রমিকরা বৈঠকে বসবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান- রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশ উপস্থিত হওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় এক চালক আহত হয়েছেন। সকাল ৭টা পর্যন্ত ট্রাক চালকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন বলে দাবি করেন তিনি।