এবার সুন্দরী প্রতিযোগীতায় পুলিশ অফিসার
সুরমা টাইমস ডেস্কঃ তাঁর নাম শুনলেই অপরাধীদের হাড়ে কাঁপুনি ধরে। খাকি উর্দি, হাতে একে ৪৭। কোমরে পিস্তল। বেল্টে বাঁধা কয়েকটি গ্রেনেড। বন্দুকের নিশানা অব্যর্থ। পৃথিবীর যে কোনও প্রতিকূল জায়গায় লড়াইয়ের ক্ষমতা রাখেন। যে কোনও কঠিন অপরাশেন মানেই, সেই দলে তাঁর জায়গা পাকা। ফিলিপিন্স পুলিশের এহেন দুঁদে মহিলা পুলিশ অফিসার সোফিয়া লরেন ডেলিউকে এবার বিশ্ব দেখবে একেবারে অন্য অবতারে। মিস আর্থ ফিলিপিন্স ২০১৫-এ অন্যতম প্রতিদ্বন্দ্বী সোফিয়া।
ফিলিপিন্স পুলিশে সোফিয়াকে বলা হয় ‘ফিলিপিনো-রোমানিয়ান বিউটি’। আপাত নিরীহ মুখটা দেখলে বোঝার সাধ্য নেই, এই মহিলাই এয়ার সাপোর্ট অপারেশন, জাঙ্গল সার্ভাইভাল-সহ একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত। উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবহার করতেই সোফিয়ার ভালো লাগে। পুলিশে চাকরির পাশাপাশিই সোফিয়া সমান তালে বজায় রাখেন তাঁর মডেলিং কেরিয়ার। অকপটে জানিয়েছেন, পুলিশের উর্দি ছেড়ে মডেলিংয়ের স্বার্থে সুইম স্যুট পরতেও তাঁর কোনও অসুবিধা নেই। ফিলিপিন্স ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে পড়াকালীনই মডেলিং কেরিয়ার শুরু করেন সোফিয়া। ফিলিপিন্সের রিজিওনাল পাবলিক সেফটি ব্যাটেলিয়ানে ইন্সস্পেক্টর।
সোফিয়ার মিস আর্থ ফিলিপিন্স প্রতিযোগিতা অংশগ্রহণ করার খবরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে ফিলিপিন্সে। মোট ২৩জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। ৩১মে ফাইনাল শুরু হচ্ছে। তাই এখন দম ফেলার সময় নেই সোফিয়ার। পুলিশের দায়িত্ব সামলানোর পাশাপাশিই চলছে র্যাম্প ওয়াক।