হাফিজ হোসাইন আহমাদ সেরা ৩০ শে উন্নীত : দোয়া কামনা
বাংলাভিশন আয়োজিত দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা
মোয়াজবিন জাবাল (রা:) কুরআনিক ইনষ্টিটিউটের ছাত্র হাফিজ হোসাইন আহমাদ সেরা ৩০ শে উন্নীত
সিলেট সদর থানাধীন আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন মাদরাসা মোয়াজবিন জাবাল (রা:) কোরআনিক ইনিষ্টিটিউট সিলেটের ছাত্র হাফিজ হোসাইন আহমদ দেশব্যাপী সেরা হাফিজ বাছাই ২০১৫ এ সেরা ৩০ শে উন্নীত হয়েছে। গত ২১ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে ফলিত পুষ্টি ও বাংলা ভিশন চ্যানেলের যৌথ স্পনসরশীপে আয়োজিত হয় কুরআনের আলো শীর্ষক এ প্রতিযোগিতা। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী, বিটিভির বিখ্যাত ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে বাংলাদেশ, ভারত, সৌদিআরব, ক্বাতার, দুবাই সহ বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার হাফিজ ছাত্র অংশ গ্রহণ করে। দিনভর আয়োজিত এ প্রতিযোগিতায় সেরাদের সেরা হিসেবে ৩০ জন ছাত্র কে ফাইন্যাল পর্বের জন্য বাছাই করে ইয়েস কার্ড দেয়া হয়। সিলেট বিভাগের সেরা হাফিজ হিসেবে হোসাইন আহমাদ স্থান লাভ করে। পরবর্তী পর্ব গুলোতে ভাল ফলাফল করে দেশ সেরা ৩ এর অন্তর্ভূক্ত হয়ে বছরের শ্রেষ্ঠ হাফিজের মুকুট অর্জনের লক্ষ্যে মোয়াজবিন জাবাল কোরআনিক ইনষ্টিটিউটের প্রিন্সিপাল ড. মেহাম্মদ এনামুল হক চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ এহসান উদ্দিন সকলের নিকট দোয়া কামনা করেছেন।