গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট্রের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ
কে এম আব্দুলাহ, গোলাপগঞ্জ প্রতিনধি: গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ মূল্যায়ণ করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সরকারের গৃহীত প্রকল্পের মাধ্যমে ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে। ইতিমধ্যে লার্নিং-আর্নিং প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক স্তর থেকে স্নাতক সমমান পর্যন্ত বৃত্তি প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি গতকাল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার স্নাতক ও সমমান ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান উপলক্ষ্যে ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা গুলো বলেন। ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অনুরঞ্জন দাশের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এম.এ.রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর প্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মজির উদ্দিন চাকলাদার, পরিচালনা কমিটির সদস্য সাহাব উদ্দিন আহমদ। কলেজের লাইব্রেরীয়ান খায়রুল ইসলাম সুয়েবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মুহাম্মদ লুটন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, ছাত্রনেতা নাসিরুল হক মঞ্জু প্রমুখ। উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ভাদেশ্বর মডেল মাদ্রাসা, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা ও ভাদেশ্বর মহিলা কলেজের ২৬৪জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাষ্টের পক্ষ থেকে প্রায় তের লক্ষ টাকা বৃত্তি বিতরণ করা হয়।