ধসে গেল নেপালের ঐতিহাসিক টাওয়ার
সুরমা টাইমস ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে শনিবারের ভূমিকম্পে ১৯ শতকে নির্মিত একটি ঐতিহাসিক টাওয়ার ধসে গেছে। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
১৮৩২ সালে নির্মিত ধারারা টাওয়ারটির আট তলার ব্যালকনি ১০ বছর আগে পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। আজকের ভূমিকম্পে টাওয়ারটি ধসে পড়লে এর নিচে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, টাওয়াটিতে ৫০ জনের মতো আটকা পড়েছেন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।