নবীগঞ্জে শেভরন-এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে এবং শেভরণ বাংলাদেশ ও স্থানীয় সমাজসেবী ব্যক্তিবর্গের সহযোগিতায় হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে গত ২৪ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্ভোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য এম, এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আলমগীর চৌধুরী, স্কয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও কন্সালটেন্ট ডাঃ খালেদ মোহসীন, ৩নং ইনাতগঞ্জ ইউপে চয়ারম্যান আব্দুল বাতেন, শেভরন বাংলাদেশ-এর বিবিয়ানা গ্যাসপ্লান্ট সুপারিনটেডেন্ট (ভারপ্রাপ্ত) ফেরদৌস বিন সিদ্দিক, গ্যাস হেলথ ইনভায়রমেন্ট এন্ড সেফটি সুপারিনটেডেন্ট জন হেমেলমেন্ট।
আরো উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার, ম্যাটেরিয়াল সুপারভাইজার অমিয় ভূষণ ভট্টাচার্য, ল্যাব সুপারিনটেডেন্ট কাজী সাজিদ আলী, সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, মুরাদ আহম্মেদ, ফ্যাসিলিটি এন্ড ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর জর্জ স্টেফেন দাস, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এস এম হাবিবুল্লাহ সেলিম, ডাঃ সুয়েব আহম্মেদ, ডাঃ দেওয়ান ফজলে রাব্বী চৌধুরী আরফিন, নবীগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফিজ শফিউল ইসলাম চৌধুরী, মোঃ ফয়জুল হক, এম মুনসুর ঘুরি, মোঃ বয়েতুল্লাহ, রুহেল আহম্মেদ চৌধুরী, মক্কা কিনিকের সত্ত্বাধিকারী হাজ্বী মুনির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি অধ্যাঃ হেলিম উদ্দিন আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবুল ফজল। দেশের খ্যাতনামা ১৫ চিকিৎসক ও কনসালটেন্ট সমৃদ্ধ ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী সাড়ে সাতশ’ দরিদ্র-অসহায় রোগীর চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি